আমি অনেক বার চেষ্টা করেছি দুর্বিনীত এই মনের উপর লাগাম দিতে
- Niaz Murshed Chowdhury
- May 23, 2020
- 1 min read
Updated: May 31, 2020
আমি অনেক বার চেষ্টা করেছি দুর্বিনীত এই মনের উপর লাগাম দিতে। কিন্তু সে বার বার ত্রিকাল দর্শী হয়ে এক কাল থেকে অন্যকালে কালান্তরিত হয় এবং ঘুরে বেড়ায় দেশ হতে দেশান্তরে। তাই আমি বারংবার চিন্তায় ক্ষীণ হয়েছি, সমস্যায় লীন হয়েছি। গতকাল আমি তার উপর সত্যিকারের লাগাম দেওয়ার নিমিত্তে সাপ্তাহিক রুটিন করার পর তা প্রিন্ট করে আমার রিডিং রুমে টেবিল এর সামনে একটা, শুবার ঘরে একটা, কিচেন এর সামনে একটা, ওয়াশ রুম এর দরজায় একটা, বেসিন এর সামনে একটা সেঁটে দিয়েছি। আমি কোনদিন রুটিন করে তা পালন করতে পারি নি ...এখানে পড়াশুনার এত চাপ, আমি হিমশিম খেয়ে যাচ্ছি। ...... এইবার আমি দেখতে চাই......... দেখতে চাই.....বাধ্যতার নাব্যতা কতোখানি !!!!!!!আদৌ কি সম্ভব ......?????????

Комментарии