পিএইচডি শেষে আওরঙ্গ দেশে ফিরে এসেছে। অ্যামেরিকায় পিএইচডি করতে ওর সময় লেগেছে ছয় বছর। ছয় বছর বাদে ঢাকায় ফিরে পাড়ার সবার বাড়ি বাড়ি যাচ্ছে। গলির মাঝামাঝিতে দেখা হয় সোহরাব চাচার সঙ্গে। চাচাকে সালাম দিয়ে আওরঙ্গ জিজ্ঞেস করে, চাচা কেমন আছেন?
- ভালো। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলা?
- অ্যামেরিকায়।
- ওখানে কি চাকরি করলে?
- চাকরি করিনি চাচা, পিএইচডি করেছি।
- তোমরা যে কি করনা! পিএইচডি করবা আমাকে বলতা! তোমরা খালি আম্রিকার ফান্দে পা দাও। শুনি আম্রিকার কি আছে?
- ওদের কাজের মান অনেক ভালো, পিএইচডির মানও অনেক ভালো।
- আমারে মান শিখাইও না। আমি অনেক বড় বড় মানুষের পিএইচডির ব্যবস্থা করছি। আগে শুধু বাঘাডিল ইউনিভার্সিটির পিএইচডি দিতাম। এখন যে কোন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি দিতে পারি।
- চাচা ঠিক বুঝতে পারি নি।
- বুঝবা কি করে, এগুলা বুঝলে কি বোকার মত আম্রিকা যেতে পিএইচডি করতে! বড় বড় মানুষেরা নানা কাজে ব্যস্ত। তাদের একটি পিএইচডি সার্টিফিকেট দরকার। আমি তাদেরকে পিএইচডি দেই, মানে পিএইচডির সার্টিফিকেট দেই।
- কিন্তু পিএইচডির জ্ঞান?
- তাদের জ্ঞানের অভাব আছে নাকি? জ্ঞানী বলেই তো এত বড় মানুষ তারা। শুধু সময়ের অভাব বলেই আমার কাছ থেকে পিএইচডি নিয়ে যায়।
- আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি দেন?
- সব বিশ্ববিদ্যালয়েরই পিএইচডি আমার কাছে পাবা, হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন, জন্স হপকিন্স, ...। এখন অবশ্য আরেকটা কাজ করি। তোমার লাগলে বলবা।
- কি কাজ চাচা?
- কারোর পুরানো পিএইচডি সার্টিফিকেট একেবারে ঝকঝকে নতুন সার্টিফিকেট বানায়ে দেই। আর একসঙ্গে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাপ লাগাই দেই, এতে পিএইচডির শক্তি বাড়ে।
- মানে?
- বুঝলা না! শুধু হার্ভার্ডের পিএইচডির চেয়ে হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন এরকম কয়েকটা থেকে পিএইচডি করা ভালো না? ঢাকায় এরকম পিএইচডির অনেক দাম।
- চাচা আপনি কোন পিএইচডি নিছেন?
- না, বাবা। আমি নেই নাই। আমি নিলেই তোমার চাচী পিএইচডি চাইব, সে অনেক আগেই বলে রেখেছে। মেয়েমানুষরে পিএইচডি দিলে কি সেই পিএইচডির কোন দাম থাকে!
- চাচা, অ্যামেরিকায় কিন্তু মেয়েদের পিএইচডি দেয়!
- আরে সেজন্যেই তো অ্যামেরিকান পিএইচডির কোন দাম নাই।
- আচ্ছা চাচা, আপনার কাছ থেকে একটি পিএইচডি নিতে কত টাকা লাগে?
- একেক জনের জন্য একেক দাম। নির্ভর করে কোন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, সার্টিফিকেটে কি একটা না বেশি বিশ্ববিদ্যালয়ের নাম থাকব!
- আপনার মেয়েদেরও আপনি পিএইচডি দেন নি?
- না, না, মেয়ে মানুষরে পিএইচডি দেই না। তবে তিন মেয়ের তিন জামাইকে তিনটা পিএইচডি দিয়েছি, ওরা ভালো আছে।
- ভালো করেছেন চাচা।
- আচ্ছা তুমি কোথা থেকে পিএইচডি করলা?
- ফ্লোরিডা থেকে।
- একসময় সার্টিফিকেটটা নিয়ে চলে এসো, আমি হার্ভার্ড আর এমআইটির সিল লাগাই দিমু, তোমার পিএইচডি শক্ত হবে, মানে পিএইচডির মান বাড়ব।
জ্বী বলে আওরঙ্গ বাড়ির দিকে ফিরতে থাকে। পেছনে সোহরাব চাচা গজগজ করতে থাকেন, আজকালকার পুলাপান, নিজেরে খুব জ্ঞানী ভাবে, আমার কাছে আগে আসলে পিএইচডির জন্য এই ছয়টা বছর নষ্ট হত না, এই ছয় বছরে ছেলেটা অনেক কিছুই করতে পারত। রাগ কমে গেলে ছেলেটার জন্য তিনি সত্যিই আফসোস করতে থাকেন।
পিএইচডি কখনোই ছেলের হাতের মোয়া ছিল না। এখন সোহরাব চাচাদের জন্য পিএইচডির মানেই হল পুলার হাতের ডিম।
Collected ! Courtesy @ BILEKASA
Comments