top of page
Writer's pictureNiaz Murshed Chowdhury

আমেরিকার পূর্ব (Jersey City, New Jersey) থেকে পচ্ছ্বিমে (Reno, Nevada) ৪৮০০ কিলোমিটার একক ড্রাইভ।


আমেরিকার পূর্ব (Jersey City, New Jersey) থেকে পচ্ছ্বিমে (Reno, Nevada) ৪৮০০ কিলোমিটার একক ড্রাইভ।

আজকে আমার University of Nevada, Reno তে এক বছর পূর্ণ হলো এবং যুক্তরাষ্ট্রে ২৯শে জুলাই ৫ বছর পূর্ণ হতে চলল। দেখতে দেখতে অনেক গুলো বছর জীবন থেকে হারিয়ে গেলো। অনেকগুলো অপূর্ণতার মাঝে আমি হলফ করে বলতে পারি দুইটি পূর্ণতা আমার অবশ্যই রয়েছে, এক। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নকালে প্লান করেছিলাম যুক্তরাষ্ট্রে PhD করব (এখনো অনেক দূর :P) । দুই। আমার ড্রাইভিং এর প্রতি ভাললাগা ছিল, কিন্তু ভাবিনী আমেরিকার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে একা ড্রাইভ করার সৌভাগ্য হবে। New Jersey তে থাকাকালিন আমার UNR এ PHD তে এডমিশন হয়, যা ওখান থেকে ৪৮০০ কিলোমিটার দূরে। এতো দূরে একা ড্রাইভ করে যাওয়ার সিদ্ধান্তটা কঠিন এবং চেলেঞ্জিং ছিল। ইপেল এবং সোহরাব এর অনুপ্রেরণায় ১৬ জুলাই ২০১৭ University of Nevada, Reno এর উদ্যেশে যাত্রা শুরু করি।

১। প্রথম দিন Jersey City, New Jersey থেকে যাত্রা শুরু করে ১১ ঘণ্টা ড্রাইভ করে New Jersey, Pennsylvania , Ohio হয়ে যখন Indiana তে এরাইভ করি তখন রাত ১০।৩০। Pennsylvania এর রাস্থা গুলো ছিলো ছবির মতো সুন্দর, দুই পাহাড়কে সংযোগ করে বানানো রাস্তাগুলো দেখতে অসাধারণ লেগেছিল।

২। পরের দিন সকাল ৮ ঘটিটায় আবার যাত্রা শুরু করে ১১ টা নাগাদ The University of Chicago এসে পৌঁছায়। University of Chicago এর অর্থনীতি ডিপার্টমেন্ট ঘুরে আবার ১২ টার দিকে যাত্রা শুরু করে Illinois, Wisconsin হয় Minnesota তে পৌঁছি রাত ৮ টা নাগাদ। Minnesota তে নাবিদ এর বাসায় একদিন অবস্থান করে, এর পরের দিন আবার যাত্রা শুরু করি।

৩। Minnesota, South Dakota, Montana, Wyoming Idaho হয়ে ২২ শে জুলাই ২০১৭ University of Nevada, Reno তে পৌঁছায় ৭ দিনের ক্লান্তিকর এবং চেলেঞ্জিং ভ্রমণ শেষে।

৪। মাঝখানে বেশ কিছু সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হয়েছে, এর মধ্যে Yellowstone National Park ছিল অন্যতম এবং Wyoming এর পাহাড়ি রাস্তায় ড্রাইভ অনেকটা দুঃসাহসিক ছিল আমার জন্য। আমি বলতে পারি আমার দেখা USA মধ্যে সবচেয়ে সুন্দর প্লেস। অন দা ওয়ে তে অনেক সুন্দর জায়গা দেখেছি যা লিখাতে বর্ণনা করে শেষ করা যাবে না।

তবে ওই সাত দিনের ড্রাইভটা ছিল আমার জীবনে অর্জন করা অভিজ্ঞতার মধ্যে অন্যতম বলতে পারি বেস্ট



12 views0 comments

Comments


bottom of page