top of page
Writer's pictureNiaz Murshed Chowdhury

স্বাধীনতা পরবর্তী ( ১৯৭২ থেকে ২০১৭ সাল পর্যন্ত) বাংলাদেশের অর্থনীতি কেমন ছিলো

Updated: May 31, 2020

স্বাধীনতা পরবর্তী ( ১৯৭২ থেকে ২০১৭ সাল পর্যন্ত) বাংলাদেশের অর্থনীতি কেমন ছিলো এবং কোন সরকার বাংলাদেশের অর্থনীতির সম্প্রসারণে কেমন ভূমিকা রেখেছে তা দেখার জন্য আমরা REAL GDP (we used detrended data series which is the deviation of actual data series from the model) ব্যবহার করে বানিজ্য চক্র (Business Cycle) পরিমাপ করেছি। বানিজ্য চক্র (Business Cycle) মূলত অর্থনীতির সম্প্রসারণ এবং সংকোচন এর প্যাটার্ন দেখায়।

আপনারা যদি নিচের গ্রাফ টি ভালো ভাবে দেখেন, তবে দেখতে পাবেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে খারাফ অবস্থায় ছিল। ১৯৭৭ সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসে, ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলেছিলেন। বাংলাদেশের অর্থনীতির সম্প্রসারণে তার অবদান সবচেয়ে বেশি। জিয়াউর রহমান এর হত্যাকাণ্ডের পরে, এরশাদ ক্ষমতা গ্রহণের সময় তিনি ভাল একটা অর্থনীতি পেয়েছিলো। এরশাদের শাসন আমলে ১৯৮৮ সাল পর্যন্ত দেশের অর্থনীতি খুব ভালো অবস্থানে ছিল। কিন্তু ১৯৯০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি খারাফ সময় পার করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে আরও নিচে নামিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি সংকোচিত হয়েছে।

শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ২০০১ -২০০৪ পর্যন্ত আরও সংকোচিত করেছিলেন খালেদা জিয়া কিন্তু তার শাসন আমলেই ২০০৪-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছিলো। ২০০৮-২০০৯ সালে বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছিল, ২০০৮-২০১০ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি সংকোচিত হয়েছিল।

তবে ২০১০ সালের পরে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, মূলত ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই সম্প্রসারণ টা বেশি ছিল।

গ্রাফটি ভালভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন, যতবার সরকার পরিবর্তন হয়েছে (জিয়াউর রহমান এর আমল ছাড়া) ততবার দেশের অর্থনীতি সংকোচিত হয়েছে। দীর্ঘ মেয়াদে থাকা স্বৈরচার সরকারই ( এরশাদ এবং হাসিনা) দেশের অর্থনীতিকে সম্প্রসারণ করতে পেরেছে। তবে আমাদের দেশের জন্য কি দীর্ঘমেয়াদি স্বৈরচার সরকার দরকার? আপাত দৃষ্টিতে সত্যি মনে হলেও ২০১৮ সালে প্রকাশিত Wealth-X (New York based research firm) এর একটি রিপোর্ট বলছে, বাংলাদেশে ২০১২-২০১৭ সালে ধনী মানুষের (ultra high net worth (UHNW) individuals) এর সংখ্যা বেড়েছে ১৭.৩ শতাংশ (১ম) যা বিশ্বে সর্বোচ্চ যেখানে United States এ বেড়েছে ৮.১ শতাংশ (৮ম)। এর থেকে বুঝতে পারা যায়, দেশের আয়ের বিশাল একটা অংশ মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জিভূত হয়েছে। যেটা মোটেও ভালো অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষণ নয়।

বিঃদ্রঃ UHNW individuals are defined as people with invested assets of at least $30 million. এই বিশ্লেষণটিতে সার্বিক সহযোগিতা করেছেন মোবারাক ভাই। এইখানে অর্থনীতির সম্প্রসারণকে ভাল এবং সংকোচনকে খারাফ বলে ধরেছি।

2 views0 comments

Recent Posts

See All

留言


bottom of page